হাজী দানেশ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে ৯ এপ্রিল পর্যন্ত

FB_IMG_1575222415932সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের করোনোভাইরাস থেকে নিরাপদ রাখতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকলেও ইউজিসির নির্দেশে তা বাড়ানো হয়েছে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার অধ্যাপক ডা. ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এ ব্যাপারে রেজিস্ট্রার বলেন, ‘দেশের করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক পর্যায়ে না আসায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর নির্দেশনা মোতাবেক আগামী ৯ এপ্রিল পর্যন্ত ক্যাম্পাস বন্ধ রাখার সিন্ধান্ত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক, প্রশাসনিক কার্যক্রম ও হলসমূহ বন্ধ থাকবে এবং ১১ এপ্রিল শিক্ষার্থীদের জন্য আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, ‘আমাদের সবার উচিৎ বন্ধের সময় অযথা বাইরে ঘোরাফেরা না করে বাসায় অবস্থান করা এবং সরকারি নির্দেশনা মেনে।’