রাবি শিক্ষকের উদ্যোগে অনলাইন পাঠদান কার্যক্রম শুরু

করোনাভাইরাসের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ্ আজম শান্তনুর উদ্যোগে অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২৯ মার্চ) বেলা ১১টায় পরীক্ষামূলকভাবে তিনি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে অনলাইন পাঠদান কার্যক্রম পরিচালনা করেন। ‘জুম ক্লাউড মিটিং’ সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত এ পাঠদান কর্মসূচিতে বিভাগের চতুর্থ বর্ষের ৬০ শতাংশের অধিক শিক্ষার্থী যুক্ত ছিলেন।

91328242_521558165462270_255470160914153472_n
অধ্যাপক শাহ্ আজম শান্তনু জানান, হঠাৎ করে করোনাভাইরাসের কারণে সমগ্র পৃথিবী অনেকটা স্থবির হয়ে পড়েছে। সামাজিক দূরত্বের জন্য শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের নিসঙ্গতা ও হতাশা তৈরি হতে পারে। শিক্ষার্থীরা যাতে একাকিত্ব ও হতাশায় না ভোগে, পাশাপাশি একাডেমিক কার্যক্রমটাও চালিয়ে যেতে পারে সেই চিন্তা থেকে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু করেছেন। অধ্যাপক শান্তনু বলেন, ‘আমরা পরীক্ষামূলকভাবে কার্যক্রমটি পরিচালনা করছি। শিক্ষার্থী সংখ্যা প্রথম দিনে ৬০ শতাংশের উপরে ছিল। শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ দেখা গেছে। ধীরে ধীরে এটি আরও বৃদ্ধি পাবে।’ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনালাইন পাঠদান কার্যক্রম চালু করা উচিৎ বলেও মনে করেন অধ্যাপক শাহ্ আজম শান্তনু।