অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

কুমিল্লা-বিশ্ববিদ্যালয়কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের ফলে পরবর্তী নির্দেশনা এই স্থগিতাদেশ ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইসের সংক্রমনের ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সব ধরণের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও এসময় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে ঘরে অবস্থান করতে ও সাবধানতা অবলম্বন করতে অনুরোধ করা হয়।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. আবু তাহের বলেন, 'করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।  পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সবাই যেন সাবধানে স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করে সেজন্য এই ঘোষণা।'