অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে অনিদিষ্টকালের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।  রবিবার (১২ এপ্রিল ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে তার বাসভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 
অনিদিষ্টকাল বন্ধের বিষয়টি নিশ্চিত  করছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলীম। তিনি বলেন, ‘দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ক্যাম্পাস বন্ধকালীন বিদ্যুৎ, পানি, টেলিফোন ও চিকিৎসাসহ জরুরি সেবাসমূহ যথারীতি চালু থাকবে।’
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কয়েক ধাপে এ ছুটি বাড়ানো হয়েছে।