অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ডুয়েট শিক্ষক সমিতি

করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে বিপর্যস্ত অসচ্ছল শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষক সমিতি। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ডুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ওবায়দুর রহমানের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

images (7)

তিনি বলেন, ‘করোনাভাইরাস সংক্রমিত বৈশ্বিক মহামারীর কারনে পুরো বিশ্ব আজ স্তব্ধ এবং এর ভয়াবহতা সম্প্রতি বাংলাদেশেও দৃশ্যমান। ডুয়েট শিক্ষক সমিতি তাদের প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা তুলনামূলক অসচ্ছল, তাদের পাশে দাঁড়িয়েছে। প্রাথমিক অবস্থায় আমরা ১০০ জন অসচ্ছল শিক্ষার্থীর পরিবারকে সহযোগিতা করবো। আমাদের কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।’

উল্লেখ্য, ডুয়েটে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদানের নিমিত্তে গত ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করার জন্য আবেদন চাওয়া হয়।