৩১ মে পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

 

করোনাভাইরাসের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছুটি পাঁচ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস সমূহ  বন্ধ থাকবে ৩১ মে পর্যন্ত। রবিবার (২৬ এপ্রিল)  বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী পবিত্র রমজান, মে দিবস, বৌদ্ধ পূর্ণিমা, গ্রীষ্মকালীন ছুটি, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে চিকিৎসা, বিদ্যুৎ, পানি, গ্যাস, পরিচ্ছন্নতা কার্যক্রম, নিরাপত্তা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবার মতো জরুরি পরিষেবা চালু থাকবে।
এর আগে, এই মহামারী বিস্তার রোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৮ মার্চ থেকে একাডেমিক ও ২২ মার্চ থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।