পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস খুলছে মঙ্গলবার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ১৬ জুন (মঙ্গলবার) থেকে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা, একাডেমিক কার্যক্রম ও হলসমূহ বন্ধ থাকবে।

PicsArt_05-30-05.57.59
অফিস চলাকালীন সময়ে সকল কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা সমূহ কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। এছাড়া বয়স্ক, ঝুঁকিপূর্ণ, অসুস্থ ব্যক্তি ও সন্তানসম্ভবা নারীগণকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, গত ৩১ মে থেকে সীমিত পরিসরে চালু আছে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর।