ভারপ্রাপ্ত উপাচার্য পেলো ডুয়েট

 ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ( অতিরিক্ত দায়িত্ব)  যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরি। বুধবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

images (1)

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদ বর্তমানে শূন্য থাকায় পরবর্তী নতুন ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)  যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরি ভাইস চ্যান্সেলরের দৈনন্দিন রুটিন পালন করবেন।

এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী বলেন, ‘আমার উপর যে বিশ্বাস ও ভরসার দায়িত্ব অর্পণ করা হয়েছে, নতুন উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত তা আমি দৃঢ়তার সাথে পালন করবো।’

উল্লেখ্য, গত ২৮ আগস্ট ডুয়েটের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনের দ্বিতীয় পর্যায়ের মেয়াদ শেষ হওয়ায় উপাচার্য পদে শূন্যতার সৃষ্টি হয়।