চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে রাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

স্বাস্থ্যবিধি মেনে স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের  ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা একই দাবিতে প্রক্টর বরাবর স্বারকলিপি দেন। 

ru news photo 2 (1)

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘খুলে গেছে সিনেমা হল বন্ধ কেন পরীক্ষার হল, ইন্টার পাসেই জীবন শেষ সেশনজটের বাংলাদেশ, অতি দ্রুত পরীক্ষা চাই পরীক্ষা ছাড়া উপায় নাই’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

প্রশাসন ভবনের সামনে প্রায় ১৫ মিনিট অবস্থান করে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মাহবুব হোসেন বলেন, ‘করোনার কারণে চলতি বছরের ১৮ মার্চ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে কিছু বিভাগের চূড়ান্ত বর্ষের পরীক্ষা আটকে যায়। এমতাবস্থায় দীর্ঘ সেশন জটে পড়তে হয় আমাদের। সম্প্রতি বিসিএসসহ বেশকিছু সরকারি, বেসরকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আমরা তাতে আবেদন করতে পারছি না। এতে করে আমাদের মধ্যে হতাশা বাড়ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষায় অংশ নিতে চাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপি পেয়েছি। বিষয়টি উপাচার্যকেও অবহিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতই এ বিষয় নিয়ে আলোচনায় বসবেন বলেও জানান তিনি।