রাবিতে প্রাথমিক আবেদন শুরু ৭ মার্চ, থাকছে না লিখিত নিয়ম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে ৭ মার্চ। আবেদন চলবে ১৮ মার্চ পর্যন্ত। এ বছর থাকছে না লিখিত নিয়ম। বহুনির্বাচনী পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। এতে সভাপত্বি করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান শামীম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভর্তি আবেদন ৭ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১৮ মার্চ পর্যন্ত। চলতি বছর তিনটি ইউনিটে ৪৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে পারবে।

আজিজুর রহমান শামীম বলেন, 'এবার বহু নির্বাচনী পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বমোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের উত্তরে জন্য জন্য ১.২৫ নম্বর থাকবে। এছাড়া প্রতিটি ভুল উত্তরের জন্য.২০ কাটা যাবে।'

ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি আরও বলেন, 'ভর্তি পরীক্ষা তারিখসহ পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে পাওয়া যাবে।