শেকৃবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক জরুরি নোটিশে এ নির্দেশ দেওয়া হয়। জরুরি নোটিশে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে সরকারি নির্দেশনা মোতাবেক গত ১৮ মার্চ ২০২০ হতে অদ্যাবধি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ প্রেক্ষিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলও বন্ধ রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদন ব্যতিরেকেই অনেক ছাত্র এই দুটি হলে অবস্থান করছে বলে হল প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে, যা সরকারি সিদ্ধান্তের পরিপন্থী। নোটিশে সরকারি নির্দেশনা অমান্য করে যে সব শিক্ষার্থীরা বিভিন্ন আবাসিক হলে অবস্থান করছে তাদেরকে হল ছাড়তে বলা হয়েছে।

এদিকে আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে শিক্ষার্থীদের আগামীকাল সকাল ১০ টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে।