রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৪ জুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৪ জুন থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ১৬ জুন পর্যন্ত। সোমবার (১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা-সংক্রান্ত উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জনসংযোগ দফতরের প্রশাসক আজিজুর রহমান শামীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ জুন ‘সি’ ইউনিটের পরীক্ষা দিয়ে ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৫ জুন ‘এ’ ইউনিট এবং সর্বশেষ ১৬ জুন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

প্রতিটি পরীক্ষা তিনটি শিফটে হবে। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলবে প্রথম শিফট। দ্বিতীয় শিফট দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে তৃতীয় শিফট।

প্রসঙ্গত, ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন ৭ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১৮ মার্চ পর্যন্ত। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এর admission মেনুতে পাওয়া যাবে।