জেইউমুনা’র কার্যনির্বাহী কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (জেইউমুনা) ২০২১-২২ এর ২০ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। এতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আসিফুল হক রাফিকে সভাপতি এবং সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের মুশফিকা সুলতানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

মঙ্গলবার (২০ এপ্রিল) সংগঠনের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনলাইন অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির সম্পাদকমণ্ডলীতে রয়েছেন সহ-সভাপতি রবি শংকর পাল রথী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরান হোসাইন ও নুসরাত জাহান মীম, সাংগঠনিক সম্পাদক শাহরীন সিদ্দিকা চৈতী, সহ-সাংগঠনিক এ বি এম সাব্বির হোসাইন এবং কোষাধ্যক্ষ সুমাইয়া রোকনী। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী।

এছাড়া প্রশাসন বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম সাগর, পাবলিক রিলেশন্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ক সম্পাদক লামিয়া জুমানা অর্চি, কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র‍্যান্ডিং বিষয়ক সম্পাদক মেরাজ ভুইয়া মুগ্ধ, দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক তাসনুভা আলম অহনা, মানবসম্পদ বিষয়ক সম্পাদক জুবাইর নেওয়াজ, গবেষণা এবং উন্নয়ন বিষয়ক সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম তুহিন, ডকুমেন্টশন বিষয়ক সম্পাদক স্টিভ রেমা, দপ্তর বিষয়ক সম্পাদক ইফতেখার আবদুল্লাহ সাজিদ, কালচারাল অ্যাফেয়ার্স বিষয়ক সম্পাদক পূর্বা এলিজাবেথ দ্রং, মিডিয়া অ্যান্ড প্রেস বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান আসিফ, ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক হিমেল সুলতানা এবং ভার্চুয়াল প্রোগ্রাম অ্যান্ড ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক হয়েছেন মুজতাহিদ খান ওমর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ন্যাশনাল ইনফরমেশন অফিসার এবং হেড অব ইউনাইটেড ন্যাশনস ইনফরমেশন সেন্টার এম মনিরুজ্জামান। অতিথি হিসেবে আরও ছিলেন সংগঠনটির উপদেষ্টামণ্ডলী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফি, বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ড. আলমগীর কবির এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম।