রাবিতে শিক্ষকদের আন্দোলনের মুখে সিন্ডিকেট সভা স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রগতিশীল শিক্ষক সমাজের দুর্নীতি বিরোধী শিক্ষকদের আন্দোলনের মুখে সিন্ডিকেট সভা স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৪ মে) সকাল দশটায় উপাচার্যের বাসভবনে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষকদের আন্দোলনের মুখে ৫০৬তম সিন্ডিকেট সভা স্থগিতের ঘোষণা দেন রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।

এর আগে সকাল নয়টার থেকে দুর্নীতি বিরোধী শিক্ষকরা উপাচার্যের বাসভবনের পাশের আম বাগানে অবস্থান নেন। একই সময় প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা প্যারিস রোডে উপাচার্যের বাসভবনের পাশে অবস্থান নেন। সকাল দশটার দিকে সিন্ডিকেট সভা বন্ধ রাখতে উপাচার্যের সঙ্গে দেখা করেতে যান। এসময় উপাচার্যের বাসভবনের সামনে চাকরিপ্রত্যাশীদের বাধার মুখে পড়েন তারা। এক পর্যায়ে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন শিক্ষকরা। তখন সেখানে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

প্রগতিশীল শিক্ষক সমাজের ‘দুর্নীতিবিরোধী শিক্ষকদের মুখপাত্র অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘৬ মে উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে। এ সময় আজ সিন্ডিকেট সভার কী প্রয়োজন? আমরা আশঙ্কা করছি, আজকের সভায় প্রচুর অ্যাডহক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, ইজারাসহ নানা অনিয়ম হতে পারে। তাতে উনার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত সকল মিটিং স্থগিতের দাবি জানিয়েছি।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম ঘটনাস্থলে এসে সিন্ডিকেট স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, শিক্ষকদের দাবি মুখে আজকের সিন্ডিকেট সভা স্থগিত হয়েছে। কবে নাগাদ সিন্ডিকেট হতে পারে সে বিষয়ে কিছু বলেননি অধ্যাপক আব্দুস সালাম।