যোগ দিয়েই লিয়াজোঁ অফিস বন্ধের ঘোষণা দিলেন বেরোবি উপাচার্য

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বহু বিতর্কিত ঢাকাস্থ লিয়াজোঁ অফিস পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হাসিবুর রশীদ।

সোমবার (১৪) সকাল সাড়ে ১০টায় যোগদানের পর বিশ্ববিদ্যালয়ে তার চেম্বারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

উপাচার্য জানান, তার প্রথম কাজ হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সেশনজট দূর করা। কেননা বিশ্ববিদ্যালয়টি সেশনজটের যাঁতাকলে পড়েছে। তিনি সব বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।

ঘোষণা নয়, উপাচার্য হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, আগের উপাচার্যের আমলে কয়েকজন কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেব।

এর আগে সকালে ঢাকা থেকে প্লেনযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন অধ্যাপক হাসিবুর রশীদ। বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য সরাসরি মোটর শোভাযাত্রা সহকারে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে স্বাগত জানান।