হাবিপ্রবিতে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা শুরু

সেশনজট নিরসনে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।

বুধবার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ অনলাইনে একযোগে এই পরীক্ষা কার্যক্রম শুরু করে।

পরীক্ষা নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।

এর আগে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে গত মাসের ১৪ জুলাই হাবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ডেক্সটপ বা ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে টিউটোরিয়াল ভিডিও প্রকাশ করেছিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনলাইনে পরীক্ষার বিষয়ে উপাচার্য বলেন, 'অসচ্ছল শিক্ষার্থীরা যাতে অনলাইন পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য  সফট লোনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি অল্প খরচে যাতে শিক্ষার্থীরা ইন্টারনেট ক্রয় করতে পারে সেলক্ষ্যে মোবাইল অপারেটরদের সাথে চুক্তি প্রায় শেষের দিকে। এছাড়া শিক্ষার্থীদের জন্য অকার্যকর ফি সমূহ মওকুফ করা হয়েছে। আমরা প্রত্যাশা করি অনলাইন পরীক্ষায় শিক্ষার্থীরা শতভাগ উপস্থিত থেকে আমাদের উদ্যোগকে সার্থক করে তুলবে'।

উল্লেখ্য অনলাইন পরীক্ষা সারাদিনব্যাপী তিন শিফটে  অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় শতভাগ।