X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ইফতারে পচা খাবার, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ 

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৮ মার্চ ২০২৪, ১৭:০৮আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৭:০৮

ইফতারে ‘পচা ও বাসি খাবার’ পরিবেশন করাকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন সারেং হোটেল থেকে কেনা ইফতারে ‘পচা ও বাসি’ খাবার পাওয়ার অভিযোগ করেন এক শিক্ষার্থী। অভিযোগটি হোটেল মালিককে জানাতেই মালিকসহ কর্মচারীরা ওই শিক্ষার্থীর প্রতি ক্ষিপ্ত হন। এ সময় অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি এসে পরিস্থিতি সামলান।

বিষয়টি সমাধানের পর রাত সাড়ে ১১টার দিকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বাগবিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালান হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্থানীয়দের ওপর পাল্টা আক্রমণ করেন। এ সময় সারেং হোটেলের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করেন শিক্ষার্থীরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।

সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলের রাস্তার পাশের রুমগুলোতে পাথর নিক্ষেপ করেন স্থানীয়রা। এতে কয়েকটি কক্ষের জানালার কাচ ভেঙে যায়। এ ছাড়াও ২ নং গেট ও বটতলা সংলগ্ন শিক্ষার্থীদের মেসগুলোতেও হামলা চালান স্থানীয়রা। দফায় দফায় এই সংঘর্ষ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। সংঘর্ষে কমপক্ষে ১৫ শিক্ষার্থী আহত হন।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং স্থানীয় প্রশাসনের প্রচেষ্টায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

এ বিষয়ে প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং পরিবেশ এখন শান্ত আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডি সবসময় তৎপর রয়েছে।’

ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার অরিত সরকার বলেন, ‘খাবারের মান নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সূত্রপাত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ডনেস্কের একটি গ্রাম দখল করলো রাশিয়া
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে গুজরাটকে উড়িয়ে দিলো বেঙ্গালুরু
জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে গুজরাটকে উড়িয়ে দিলো বেঙ্গালুরু
‘বিএসটিআইর হালাল সনদ নিয়ে রফতানিতে কেউ বাধার সম্মুখীন হচ্ছেন না’
‘বিএসটিআইর হালাল সনদ নিয়ে রফতানিতে কেউ বাধার সম্মুখীন হচ্ছেন না’
চট্টগ্রামসহ পাঁচ জেলার ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
চট্টগ্রামসহ পাঁচ জেলার ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
জাতীয় নির্বাচনের মতো উপজেলাতেও অবাধ-সুষ্ঠু ভোট হবে: ইসি রাশেদা সুলতানা
জাতীয় নির্বাচনের মতো উপজেলাতেও অবাধ-সুষ্ঠু ভোট হবে: ইসি রাশেদা সুলতানা
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে