আইসিটি চাকরি বিষয়ক ইউল্যাবের ভার্চুয়াল আয়োজন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া ডায়লগ টু এমপাওয়ার আইসিটি জবস’ শিরোনামে একটি ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আইসিটি চাকরির নিয়োগ সেবাদানকারী প্রতিষ্ঠান টেকএনট্যালেন্টস ও বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিক্স-এর সহযোগিতায় ১১ সেপ্টেম্বর এটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিও ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার এবং কিনোট উপস্থাপনা করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক ইঞ্জিনিয়ার মো. এনামুল কবির।

৩ ঘণ্টার এই কর্মসূচিতে বিভিন্ন আয়োজন ছিল। যেমন, আইসিটি কেরিয়ার রোডম্যাপ বিষয়ক কিনোট, প্যানেলিস্ট সেশন, আইসিটি/সিএসই শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা, আইসিটি কোম্পানির পক্ষ থেকে কাজের প্রস্তাব এবং আইসিটি চাকরির নিয়োগ সেবাদানকারী প্রতিষ্ঠান টেকএনট্যালেন্টসকে পরিচয় করিয়ে দেওয়া। প্যানেল আলোচনায় আইসিটি খাতের নেতৃবৃদ্ধ, সিনিয়র শিক্ষাবিদ ও মানবসম্পদ কর্মকর্তারা অংশ গ্রহণ করেন। এটি সঞ্চালনায় ছিলেন টেকএনট্যালেন্টস-এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আসিফ।

এই আয়োজনের লক্ষ্য ছিল আইসিটি দক্ষতা, মেধা বের করে আনা। এবং তরুণ মেধাবীদের আইআর ৪.০ এর জন্য প্রস্তুত করা। ইউল্যাবের সিএসই বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আখতারের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সবশেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি