জাবি শিক্ষার্থী বনীকে কিছু তথ্যের জন্য আনা হয়েছে: র‌্যাব 

রাতে ছাত্রাবাস থেকে তুলে আনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বনী আমিন ফকির র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেফাজতে রয়েছেন। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব-৪ এর কমান্ডার মোজাম্মেল হক বাংলা ট্রিবিউনকে জানান, ‘বনী আমিন র‌্যাব হেফাজতে আছেন। কিছু তথ্য নেওয়ার জন্য তাকে আনা হয়েছে।’

তিনি আরও জানান, ‘বনী আমিনের বাবা আসবেন। তিনি আসলে আগামীকাল বৃহস্পতিবার বিষয়টি মীমাংসা করতে পারি।’

বনী আমিনের বাবা আব্দুল জলিল মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলে কোথায় আছে এখনও জানি না। শুনেছি র‌্যাব তাকে ধরে নিয়ে গেছে।’

র‌্যাবের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত র‌্যাব বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারও সঙ্গে আমার যোগাযোগ হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকার একটি মেস থেকে তাকে র‌্যাব পরিচয়ে কয়েকজ ব্যক্তি তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন সহপাঠীরা।