অভিযোগের প্রমাণ না মেলায় জাবি শিক্ষার্থীকে ছেড়ে দিলো র‌্যাব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বনী আমিন ফকিরকে ছেড়ে দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার বিরুদ্ধে কোনও অভিযোগের প্রমাণ না পাওয়ায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বাবার কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ এস পি জিয়াউর রহমান চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, ‘কিছু অভিযোগের ভিত্তিতে আমরা বনী আমিনকে এনেছিলাম। তবে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে তার বাবার কাছে হস্তান্তর করেছি। এ সময় সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও উপস্থিত ছিলেন।’

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া এলাকার একটি ছাত্রাবাস থেকে র‌্যাব পরিচয়ে বনী আমিনকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর র‌্যাব-৪ এর কমান্ডার মোজাম্মেল হক জানান, ‘বনী আমিন র‌্যাব হেফাজতে আছেন। কিছু তথ্য নেওয়ার জন্য তাকে আনা হয়েছে।’

বনীর বাবা আব্দুল জলিল বলেন, ‘কিছু সন্দেহের ভিত্তিতে তাকে র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছিল। পরে আমাকেও ডেকেছিলো। তবে কোনও অভিযোগের প্রমাণ না পাওয়ায় ছেড়ে দিয়েছে।’

বনী আমিনকে হস্তান্তরের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘র‌্যাব-৪ বনী আমিনকে নিয়ে যাওয়ার পর আমাদের বিভাগের শিক্ষকরা উদ্বিগ্ন ছিলেন। বৃহস্পতিবার সকালে বিভাগের এক সভা থেকে আমাকে পাঠানো হয়। পরে উপাচার্যের সঙ্গে কথা বলে র‌্যাব-৪ এর দফতরে যাই। কিছু উগ্র গোষ্ঠী বনীকে টার্গেট করেছিলো। সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তমাকে নিয়ে যায় র‌্যাব। জিজ্ঞাসাবাদ শেষে তার কাছে কোনও তথ্য না পাওয়ায় আজ বিকালে বাবার কাছে হস্তান্তর করে।