বাড়ির কাছে পরীক্ষা দিতে পেরে খুশি ঢাবির ভর্তিচ্ছুরা

প্রথমবারের মতো ঢাকাসহ অন্যান্য বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। সে অনুযায়ী শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টায় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভর্তি পরীক্ষা শুরু হয়।

পরীক্ষায় অংশ নিতে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীরা সকাল থেকে বাকৃবির ক্যাম্পাসে আসতে থাকেন। ঢাকায় না গিয়ে ময়মনসিংহে বাড়ির কাছে পরীক্ষার আয়োজন করায় শিক্ষার্থীসহ অভিভাবকরা বেশ খুশি।

শেরপুর সদর থেকে পরীক্ষা দিতে আসা জেবুন নাহার সুমি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে অনেক ভোগান্তিতে পড়তে হতো। বিশেষ করে আগের দিনই ঢাকায় চলে যেতে হতো। এবার ময়মনসিংহে ভর্তি পরীক্ষার ব্যবস্থা করায় সকালেই শেরপুর থেকে ময়মনসিংহে চলে আসি। বাড়ির কাছে পরীক্ষা দিতে পারায় খুব সুবিধা হয়েছে।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা থেকে পরীক্ষা দিতে আসা কামরুন নাহার বলেন, তারা কয়েকজন মিলে একটি মাইক্রোবাস ভাড়া করে ফজরের পর রওনা দেন।

বাড়ির কাছে পরীক্ষার আয়োজন করায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা

অভিভাবক লুৎফুন্নেসা জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচ্ছন্ন ব্যবস্থাপনার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো। 

তিনি আরও জানান, অধিক সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবক একসঙ্গে চলে আসায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানাটা কারোর পক্ষে সম্ভব হচ্ছে না। তবে ভর্তি পরীক্ষায় হলের ভেতরে স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নিচ্ছে।

বাকৃবির প্রক্টর প্রফেসর ড. মহির উদ্দিন জানান, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। ১৩টি অনুষদে ‘ক’, ‘খ’, ‘গ’, ‘ঘ’ ও ‘চ’ ইউনিটে সাত হাজার ৮১২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।