অপেক্ষার পালা শেষে ঢাবির ভর্তিযুদ্ধে শিক্ষার্থীরা (ফটোস্টোরি)

করোনা মহামারির কারণে পরীক্ষায় বসতে পারেনি ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। পরে পরীক্ষা ছাড়াই আগের পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সবাইকে পাস করানো হয়েছে। এরপর দীর্ঘ অপেক্ষা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। কয়েকধাপ পিছিয়ে আজ শুক্রবার শুরু হয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ। করোনা সংক্রমণের মধ্যে এই পরীক্ষায় এবারই ঢাবি ক্যাম্পাসের বাইরে দেশের বিভাগীয় শহরগুলোতেও ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিন সকাল ১১টায় শুরু হয় 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা।

ছবিতে দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ভর্তি পরীক্ষার চিত্র-

ভর্তি পরীক্ষায় অংশ নিতে সকাল সকাল ক্যাম্পাসে শিক্ষার্থীরা।

করোনার কারণে এবারই ক্যাম্পাসের বাইরে দেশের বিভাগীয় শহরগুলোতেও ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে

ঢাবির ক্যাম্পাসে পরীক্ষা কেন্দ্রের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়

শেষ সময়ে নিজেকে একটু ঝালিয়ে নিচ্ছেন পরীক্ষার্থীরা

স্বাস্থ্যবিধি মেনে বসানো হয়েছে পরীক্ষাকেন্দ্রে

নিজের আসনে বসেছেন পরীক্ষার্থীরা

পরীক্ষা নিমগ্ন শিক্ষার্থী

বাইরে অপেক্ষায় অভিভাবকরা