রাবির বি ইউনিটে ২০ শতাংশ আবেদনকারী পরীক্ষা দিতে আসেননি

কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার সম্পন্ন হয়েছে। বুধবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা শেষ হলো। শেষ দিনে তিন শিফটে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বি ইউনিটে পরীক্ষা দিতে মোট আবেদন করেছিলেন ৩৯ হাজার ৮৯৫ জন। পরীক্ষায় অংশ নেন ৩১ হাজার ৫১৭। অনুপস্থিত ছিলেন আট হাজার ৩৭৮ জন। পরীক্ষায় উপস্থিতির হার ৮০ শতাংশ। অন্যদিকে, অনুপস্থিত ছিলেন ২০ শতাংশ ভর্তিচ্ছু।

প্রসঙ্গত, আগামী ১০ অক্টোবর থেকে রাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুরু হবে।