ঢাবির চ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়ছেন ১১৫ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ বছর ইউনিটটির প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ১১৫ জন শিক্ষার্থী।

শনিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় শুরু ইউনিটটির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

এর আগে গত ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত 'ক-ইউনিট' ও ২অক্টোবর কলা অনুষদভুক্ত খ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত দুই ইউনিটের ভর্তি পরীক্ষা তুলনায় আজ অভিভাবক ও পরীক্ষার্থীদের ভিড় অনেকটাই কম লক্ষ্য করা গেছে।  

চারুকলা অনুষদের মোট আসন রয়েছে ১৩৫টি। যার বিপরীতে আবেদন জমা হয়েছে ১৫ হাজার ৪৯৬টি। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১১৪ দশমিক ৭৯ জন। চ-ইউনিটে আবেদনকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট পড়েছে ৮ হাজার ১৬৬ জনের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭৭ জনের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৪৩ জনের, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৯৭ জনের, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ২৭০ জনের, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৬১ জনের, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪১৮ জনের, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৯৬৪ জনের।

চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের সাধারণ জ্ঞান অংশে উত্তীর্ণদের ব্যবহারিক অংশের পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে ঢাবি প্রশাসন।