রাবির ‘বি’ ইউনিটের সংশোধিত ফলেও ‘সমস্যা’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। তবে সংশোধিত ফলেও অনিয়মের অভিযোগ উঠেছে।

এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। তবে প্রকাশিত ফলে পরীক্ষা দেওয়া অন্তত এক হাজার ৬০০ শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানোর অভিযোগ ওঠে। এ অবস্থায় মঙ্গলবার সকালে ওয়েবসাইট থেকে ফল সরিয়ে নেওয়া হয়।

পরীক্ষা দিয়েও ১৬০০ শিক্ষার্থী অনুপস্থিত, ওয়েসাইট থেকে সরলো ফল

আজ দুপুরে সংশোধিত ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থী দাবি করেছেন, প্রথমে প্রকাশিত ফলে যে মার্ক ছিল সংশোধিত ফলে সেটা কমে গেছে। সিরিয়ালও অনেক দূরে চলে গেছে। এমনই একজন মো. আব্দুল্লাহ আল রাফিউ হাসান। প্রথম প্রকাশিত ফলাফলে ৭৮.২৫ নম্বর পেয়ে তিনি ৪৫তম হয়েছিলেন। তবে সংশোধিত ফলাফলে দেখা যায়, তার প্রাপ্ত নম্বর ৫১ এবং মেধা তালিকায় অবস্থান ২০৫৭।

‘বি’ ইউনিটের সংশোধিত ফলে বেশকিছু অনিয়মের অভিযোগ উঠেছে

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল। রোল নম্বর পরিবর্তন হয়। একজনের জায়গায় অন্য জনের নাম চলে আসায় এমন হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর তিনটি গ্রুপে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩১ হাজার ৫১৭ জন ভর্তিচ্ছু অংশ নেন। সোমবার রাতে ফল প্রকাশ হয়। তবে ওয়েবসাইটে প্রকাশিত ফল ছিল ভুলে ভরা। পরীক্ষা দেওয়ার পরও অনেক শিক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হয়।