বিশ্বসেরা গবেষকদের তালিকায় শাবির ৫৪ শিক্ষক

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ৫৪ জন শিক্ষক-গবেষকের নাম এসেছে।

সম্প্রতি এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে দেখা যায়, ‌এডি সাইন্টিফিক ইনডেক্স-২০২১’ তালিকায় বিশ্বের ২০৬টি দেশের ১৩ হাজার বিশ্ববিদ্যালয়ের সাত লাখ আট হাজার ৪৮০ জন গবেষকের নাম এসেছে। এতে বাংলাদেশের এক হাজার ৭৯১ জন রয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকবৃন্দ, গবেষণার সঙ্গে সম্পৃক্ত দেশ-বিদেশে অবস্থানরত গবেষকেরা এ তালিকায় রয়েছেন।

গবেষণায় বিশেষ অবদান ও আন্তজার্তিক মানের জার্নালে প্রকাশের পর বিগত ৫ বছরের সাইটেশন স্কোর, জার্নাল ফ্যাক্টর অর্থাৎ ‘এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স’-এর ভিত্তিতে শাবির ৫৪ জন শিক্ষক-গবেষক এই তালিকায় স্থান পেয়েছেন।

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষকদের এই কৃতিত্বে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান অনেক ভালো এবং আন্তর্জাতিক মানের, এই কৃতিত্ব সেই স্বীকৃতিই দিচ্ছে। আশা করি আগামীতে গবেষণার ফল দেশ-বিদেশে অবদান রাখবে।

তিনি আরও বলেন, গত কয়েক বছরে গবেষণার করাদ্দ কয়েক গুণ বেড়েছে। এতে শিক্ষক ও গবেষকরা নিয়মিত গবেষণা চালিয়ে যাচ্ছেন। এমনকি শিক্ষক ও গবেষকদেরকে গবেষণার প্রতি উদ্বুদ্ধ করতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ডিনস আওয়ার্ডসহ বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। আগামীতে এ ধারা অব্যাহত রাকার পাশাপাশি গবেষণায় আরও বরাদ্দ বৃদ্ধির আশ্বাস দেন উপাচার্য।