১৯ মাস পর হলে চবি শিক্ষার্থীরা

দীর্ঘ এক বছর সাত মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে হলে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তাদেরকে ফুল, চকলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বরণ করে নিচ্ছে হল কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের শিক্ষার্থী তানহা ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এতদিন পর হলে উঠছি। সত্যিই খুব এক্সাইটমেন্ট কাজ করছে। অনেক দিন পর বন্ধু, শিক্ষকদের সঙ্গে দেখা হবে। খুব ভালো লাগছে।’

দীর্ঘ এক বছর সাত মাস পর হলে শিক্ষার্থীরা

হল পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘স্বাস্থ্যবিধি নিশ্চিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন শান্তিপূর্ণভাবে হলে অবস্থান করে।’

খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাইদুল ইসলাম বলেন, ‘অনেক রুমে এক সিটে দুই জন থাকে। আমরা চেষ্টা করবো এক সিটে একজন করে ছাত্রী রাখার। ছাত্রীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। হলে প্রবেশের সময় আমরা ফুল, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, চকলেট দিয়ে বরণ করে নিচ্ছি। পাশাপাশি দূর থেকে ছাত্রীরা এতদিন পরে আসবে, তাদের জন্য দুপুরের খাবারও রাখছি।’