সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও জড়িতদের বিচার দাবিতে শাহবাগে সমাবেশ

সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ, এর সঙ্গে জড়িত ও মদতদাতাদের গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) বিকাল চারটায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে 'সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশ' ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মশাল মিছিল বের হয়ে আবার সমাবেশস্থলে এসে শেষ হয়।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে,  ভাতের অধিকার পর্যন্ত হুমকির মুখে, বাকি ছিল ধর্ম পালনের অধিকার৷ নিরাপদে, শান্তিতে, আনন্দের আবহে আমরা ধর্ম পালন করব, উদযাপন করব, সে সুযোগ পর্যন্ত আজকে বাংলাদেশের মানুষের নেই৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. এম এম আকাশ বলেন, বাংলাদেশের যে শাসকশ্রেণি রয়েছে তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। যেদিন ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়েছে সেদিন হতে মুক্তিযুদ্ধের ধর্ম নিরপেক্ষতার নীতি আর থাকলো না৷

উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নেতা বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু, বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় নেতা মানস নন্দী, উদীচীর সদস্য আকরামুল হকসহ আরও অনেকে।