জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফের পেছালো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদের অধীনে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ আবারও পেছানো হয়েছে। বুধবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ ও ২১ নভেম্বর হওয়ার কথা ছিল। এর পরিবর্তে ২১ ও ২২ নভেম্বর আগের সময় অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্য সব ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। 

ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে আবু হাসান জানান, পূর্ব নির্ধারিত তারিখ সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২০ নভেম্বর) হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ভর্তি পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘটের কারণে পেছানো হয়েছিলো ‘এ’ ইউনিটের পরীক্ষা।