জাবির ‘এফ’ ও ‘আই’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আইন অনুষদের অধীনে ‘এফ’ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের অধীনে ‘আই’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) রাতে এই ফল প্রকাশ করা হয়। 

আইন অনুষদের ডিন তাপস কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৪.০৬ শতাংশ শিক্ষার্থী। এর মধ্যে পাসের হার ১০ শতাংশ। অনুষদে সর্বোচ্চ ৬৪ দশমিক ৫৩ নম্বর পেয়ে একজন ছাত্র প্রথম হয়েছে।

বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের প্রভাষক ইশিতা আখতার বলেন, আমরা ৩০৪ জনের মেধা তালিকা প্রকাশ করেছি। সেখান থেকে ১৫ জন ছাত্র ও ১৫ জন ছাত্রী নেওয়া হবে।

‘এফ’ ইউনিটে মোট আসন ৬০টি। আর ‘আই’ ইউনিটে আসন ৩০টি। মোট আসনের ১০ গুণ পরীক্ষার্থীকে মেধা তালিকায় রেখে ফল প্রকাশ করা হয়েছে। ফলাফল সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে