পদোন্নতি পেয়ে বিভাগীয় প্রধান হলেন কুবির সেই শিক্ষক

অভিজ্ঞতার সনদে ‘টু রেজিস্ট্রার’ লেখা না থাকায় সহকারী অধ্যাপক পদে পদোন্নতি আটকে যাওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের শিক্ষক কাজী এম আনিছুল ইসলাম পদোন্নতি পেয়েছেন।  সেই সঙ্গে বিভাগটির প্রধানের দায়িত্বও পেয়েছেন তিনি। সোমবার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আনিছুল ইসলাম।

এর আগে ১১ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, বিভাগটির বর্তমান বিভাগীয় প্রধান মো. বেলাল হুসাইন গত ১০ নভেম্বর শিক্ষা ছুটিতে যান। ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ধারা ২৪(৩) অনুযায়ী বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ
শিক্ষক আনিছুল ইসলামকে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হলো।

বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করায় বিভাগের প্রথম ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

আনিছুল ইসলাম বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বিভাগগে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। এক্ষেত্রে সবার সহযোগিতা চান তিনি।