জাবির রাজা সিফাত, রানি শোভা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের (র‌্যাগ-৪২) অন্যতম অনুষঙ্গ রাজা-রানি নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার ভোটগ্রহণ শেষে মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে রাজা হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী সিফাত আল রাব্বানী। আর রানির খেতাব জিতেছেন প্রত্নতত্ত্ব বিভাগের ফারহানা রহমান শোভা। 

নির্বাচন কমিশনার আবু তাহের বলেন, নির্বাচনে রাজা ও রানি পদে মোট একা হাজার ৭০২টি ভোট কাস্ট হয়েছে। সর্বোচ্চ ৪৮৮ ভোট পেয়ে সিফাত রাজা এবং সর্বোচ্চ ৫০৪ ভোট পেয়ে রানি হয়েছেন শোভা। 

র‌্যাগ-৪২-এর কনভেনার ইসমাইল হোসেন জানান, র‌্যাগের মূল আয়োজন আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।