সেন্টমার্টিনে জাবিসাসের পরিচ্ছন্নতা অভিযান

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সদস্যরা। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে সেন্টমার্টিনের পশ্চিম দিকের সৈকত পরিষ্কার করেন তারা। 

জাবিসাস সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহর নেতৃত্ব ১৪ জন সদস্য পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। 

সাংবাদিক সমিতির সদস্যরা জানান, বিশ্বের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ভ্রমণপ্রেমিদের জন্য কাঙ্ক্ষিত স্থান এটি। এখানে প্রতিনিয়ত পর্যটক সমাগম বাড়ছে। কিন্তু মানুষের ফেলে দেওয়া বর্জ্যে দূষিত হচ্ছে দ্বীপের পরিবেশ। এখনই এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান জাবিসাসের সদস্যরা। 

জাবিসাস সভাপতি মাহবুব আলম বলেন, ‘পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য ও অপচনশীল আবর্জনা যত্রতত্র ফেলার কারণে দ্বীপটির প্রাকৃতিক ভারসাম্য দিন দিন হারিয়ে যাচ্ছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।’

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মাহবুব।  

জাবিসাস সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ বলেন, ‘পরিবেশ রক্ষায় যদি এখনই সচেতন না হই, তবে নিজেদের মৃত্যু নিজেরাই ডেকে আনবো। যত্রতত্র বর্জ্য ফেলার ফলে নিজেদের অজান্তেই পরিবেশের বড় ধরনের ক্ষতি করে ফেলছি। আমাদের সচেতন হওয়া উচিত, তাতে রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য, রক্ষা পাবো আমরা।’