‘আতঙ্কে’ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের পদত্যাগকারী ৫ শিক্ষক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) দোলনচাঁপা হলের প্রাধ্যক্ষ সিরাজুম মুনিরাসহ পাঁচ জন পদত্যাগের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে কলা অনুষদের ডিন অধ্যাপক আহমেদুল বারীকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক হুমায়ুন কবীর জানান, তদন্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে পদত্যাগের পর মানসিকভাবে নিপীড়নের স্বীকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন পদত্যাগকারী শিক্ষকরা। আতঙ্কে বাসা থেকে বের হতে পারছেন না বলে জানিয়েছেন সিরাজুম মুনিরা।

তিনি জানান, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যান সিরাজুম মুনিরা। এ সময় সবার সামনে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গিতে অপমান করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের কয়েকজন অনুসারী।

 সিরাজুম মুনিরা বলেন, ‘ফোন করে ওরা (রাকিবের অনুসারী) আমাকে প্রতিনিয়ত মানসিক চাপ প্রয়োগ করছে। ভীত সন্ত্রস্ত অবস্থায় এখন ঘর থেকে বের হতে পারছি না। এ ব্যাপারে প্রশাসনের পদক্ষেপ খুবই ধীর গতিতে হচ্ছে। শুধু মিটিংয়ের পর মিটিং হচ্ছে। কিন্তু আমি কোনও সাপোর্ট পাচ্ছি না। স্থানীয় থানায় গিয়ে সাধারণন ডায়েরি (জিডি) করতেও ভয় পাচ্ছি। কারণ আমি রাস্তায় বের বের হলে রাকিবের ছেলেরা যদি ক্ষতি করে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, রাকিবের অনুসারীরা শিক্ষিকা সিরাজুম মুনিরার সঙ্গে যে খারাপ আচরণ করেছে এবং হুমকি দিয়ে যাচ্ছে, এরকম খবর জানা নেই। এ বিষয়ে পদত্যাগকারীরা শিক্ষকরা তদন্ত কমিটির কাছে অভিযোগ জানাতে পারবেন। কমিটি প্রয়োজনীয় সুপারিশ করে প্রতিবেদন জমা দিলে  ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ উঠেছে, বিজয় দিবসের ৫০তম সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ছাত্রীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের আয়োজন করে দোলনচাঁপা মহিলা হল কর্তৃপক্ষ। খাবারের জন্য পোলাওয়ের চাল ও খাসি কেনা হয়। খবর পেয়ে ‘কথামতো’ আয়োজন না করায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রাধ্যক্ষসহ পাঁচ জনকে হুমকি-ধমকি ও অপমান করে। এর প্রতিবাদে বুধবার (১৫ ডিসেম্বর) সিরাজুম মুনিরাসহ পাঁচ শিক্ষক রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এ বিষয়ে রাকিব জানান, শিক্ষার্থীদের অনুরোধে আমরা দুটি হলের খাবারের আয়োজন একসঙ্গে করতে চেয়েছিলাম। আর এই আলাপটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ও প্রক্টর স্যারের সামনেই হয়েছে। বরং দোলনচাঁপা হলে প্রাধ্যক্ষ ছাত্রী প্রতিনিধিদের না জানিয়ে একতরফাভাবে খাবারের আয়োজন করেছেন। এতে হলের ছাত্রীরা ক্ষুব্ধ হয়।