সাস্ট ক্লাবের ফুটসাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন লোক প্রশাসন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন সাস্ট ক্লাব লিমিটেডের আয়োজনে ফুটসাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে জয় লাভ করেছে লোক প্রশাসন বিভাগ।

শুক্রবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত ফুটসাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম চৌধুরী (নাদেল)।

ঢাকার খিলক্ষেতে আয়োজিত প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগ অংশ নেয়। টুর্নামেন্ট উদ্বোধন করেন গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর আলমগীর হোসেন। ফুটসাল টুর্নামেন্টে লোক প্রশাসন বিভাগ চ্যাম্পিয়ন হয়।

সাস্ট ক্লাবের সহ-সভাপতি ও  উপ-সচিব আজিজুল ইসলাম শামীমের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন ক্লাবের সভাপতি মো. জাকির হসেন এবং বিশেষ অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন জয়নাল হোসেন মিলন।

ফুটসাল টুর্নামেন্টটি সাস্টিয়ানদের মিলনমেলায় পরিণত করে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কমিটির সদস্য সচিব জয়নাল হোসেন মিলন। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছে ব্রেইন ক্রাফট লিমিটেড, চৈতি গ্রুপ, ঢাকা ব্যাংক ও অ্যামিটেক ইঞ্জিনিয়ারস লিমিটেড এবং ডিজাইনার হিসেবে ছিল ভলিওমেট্রিক ডিজাইনারস।