জাবিতে যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটির সভাপতি অধ্যাপক জেবঊননেছা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) যৌন নির্যাতন বিষয়ক অভিযোগ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবঊননেছা। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে উল্লেখ করা হয়, কমিটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেকোনও যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণপূর্বক মহামান্য হাইকোর্টের নির্দেশনার আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

নতুন সভাপতি অধ্যাপক ড. জেবঊননেছা বলেন, ‘আমার জেন্ডার বিশেষজ্ঞ হিসেবে কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যৌন নির্যাতনে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতন প্রতিরোধে এমন একটি কমিটি আছে সে বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করে যাবো।’

কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস ও বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ইশিতা আখতার।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জোবাইদা নাসরিন কমিটিতে রয়েছেন। 

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্ট্রার শাহনাজ হোসেন।