ফের বাড়ানো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আসন ফাঁকা থাকা কারণে এই নিয়ে তৃতীয়বারের মতো ভর্তির সময় বাড়ানো হলো।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর ) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে প্রথম দফায় ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। পরে দ্বিতীয় দফায় ১৫ জানুয়ারি সময়সীমা বৃদ্ধি করা হয়। সর্বশেষ তৃতীয় দফায় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

এ বিষয়ে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন বলেন, বিভিন্ন ইউনিটে আসন খালি থাকায় ভর্তি সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তবে কত আসন ফাঁকা রয়েছে তা জানাতে পারেননি এই কর্মকর্তা।