রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়েই চলছে। সোমবার (২৪ জানুয়ারি) ৯৫টি নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান ড. তবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। গত ২৪ ঘণ্টায় ৬২ জনের করোনা পজিটিভ এসেছে। এভাবে সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকলে পরিস্থিতি সামাল দেওয়া মুশকিল হবে। শিক্ষার্থীদের উচিত হবে যাদের অনলাইনে ক্লাস হচ্ছে তাদের বাড়ি চলে যাওয়া। অন্যথায় সবার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়বে করোনা।
ড. তবিবুর রহমান বলেন, যারা এখনও টিকার আওতায় আসেননি তাদের দ্রুত টিকা নিতে হবে। স্বাস্থ্যবিধির বিষয়ে শিক্ষার্থীদের আরও সতর্ক হওয়া উচিত।
প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১৮৪ জনের করোনা পজিটিভ এসেছে।