‘হল সম্মেলনের মাধ্যমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ গড়ে তুলতে চাই’

দীর্ঘ পাঁচ বছর পর রবিবার (৩০জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার হল সম্মেলন। সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৬ সালে। আর এই সম্মেলনকে কেন্দ্র করে উচ্ছ্বাস বিরাজ করছে পদপ্রত্যাশীদের মাঝে। এই সম্মেলনের মাধ্যমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ গড়ে তুলতে চায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

শনিবার (২৯জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১৮ হলের সমন্বিত সম্মেলন উপলক্ষে সকাল সাড়ে ১১টায় মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

সাদ্দাম হোসেন বলেন,  আমরা হলগুলোতে তেমনই নেতৃত্ব চাই, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্ব দেবে।  বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে ভূমিকা রাখবে। যারা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। আমরা চাই যারা হল শাখার নেতৃত্বে আসবে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করবেন এবং বঙ্গবন্ধুকন্যার রাজনৈতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখবে। হল সম্মেলনের মাধ্যমে আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছাত্র সমাজ গড়ে তুলতে চাই। মৌলবাদের বিষ দাঁত ভেঙে দিতে ছাত্র সমাজকে দীক্ষা নেয়ার শপথ দেখাতে চাই।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, নেতৃত্ব নির্বাচনের বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দৃষ্টিভঙ্গিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

নেতৃত্ব নির্বাচনের মাপকাঠি কী হবে-এমন প্রশ্নের জবাবে সঞ্জিত চন্দ্র দাস বলেন, যাদের নামে অভিযোগ রয়েছে, মামলা রয়েছে অথবা অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত তাদের অবশ্যই আমরা নেতৃত্বে আনতে দেবো না।

হল কমিটি কবে হতে পারে এই প্রশ্নে সঞ্জিত চন্দ্র দাস বলেন, হল সম্মেলন শেষে সর্বোচ্চ দুই তিন দিন অথবা এক সপ্তাহ লাগতে পারে।

অনুপ্রবেশকারী প্রশ্নে সাদ্দাম বলেন, আমরা চেষ্টা করছি বিশুদ্ধ নেতৃত্ব উঠিয়ে আনার জন্য। আমরা ইতোমধ্যে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা নিয়েছি। যাচাই-বাছাই করছি। তবুও কারো যদি অভিযোগ থাকে যেটি সাংগঠনিক ফোরামে আলোচনা করার মতো বিষয় তা যেন আমাদেরকে অবহিত করা হয়।

প্রসঙ্গত, আগামীকাল রবিবার (৩০জানুয়ারি) টিএসসির মাঠে বিশ্ববিদ্যালয় হলগুলোর সম্মেলন অনুষ্ঠিত হবে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ।