নবীনদের আগমনে মুখরিত কবি নজরুল কলেজ

নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর পঞ্চমবারের মতো ভর্তি পরীক্ষা এবং যাচাই-বাছাই শেষে স্নাতক ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ইতোমধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন।

বুধবার (২৩ফেব্রুয়ারি) কলেজ ক্যাম্পাসে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কার্যক্রম শেষ হয়েছে। সবকিছু ছাপিয়ে নবীন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল ক্যাম্পাসের আড্ডার স্থানগুলো। কলেজের বিভিন্ন বিভাগগুলো ব্যতীত ক্যাম্পাসের শহীদ মিনার চত্বর, মুক্তমঞ্চ, কেন্দ্রীয় খেলার মাঠ ছিল নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর। এছাড়া ক্যাম্পাসের আশপাশের চায়ের টং দোকানগুলোতেও ছিল তাদের সরব আনাগোনা।

নবীনদের উদ্দেশে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম বলেন, তোমরা কবি নজরুল কলেজের প্রাণ। তোমরা একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক কারিকুলাম বাড়িয়ে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে, এই প্রত্যাশা রাখি।

২০২০-২১ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শিল্পী আক্তার বলেন, মাস্ক, ফুল, সিলেবাস ও চকলেটসহ প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আমাদের বরণ করে নেওয়া হয়েছে। বিভাগের শিক্ষক ও সিনিয়রদের আতিথেয়তায় আপ্লুত আমরা। ক্যাম্পাসের পরিবেশ এতটাই মনোরম যা আমাকে মুগ্ধ করেছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী শাহরিয়ার বলেন, আমার স্বপ্ন ছিল ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজে পড়াশোনা করার। আজ তা পূরণ হয়েছে। আমার অনেক আনন্দ লাগছে। আর ক্যাম্পাসটি খুব সুন্দর। 

শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। একজন অভিভাবক বলেন, আমার সন্তান এই কলেজে আজ এসেছে নবীন শিক্ষার্থী হয়ে। কয়েকদিন ধরে তার মধ্যে উৎসাহ-উদ্দীপনা কাজ করেছে নতুন ক্যাম্পাস নিয়ে। আজ স্বপ্নপূরণ হয়েছে তার।