কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কবি নজরুল কলেজের মূল ফটকে এবং ভিক্টোরিয়া পার্ক চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ও ‘আমার ভাই মেডিক্যালে কেন, প্রশাসন জবাব চাই' স্লোগান দিতে থাকে।

কলেজের ইতিহাস বিভাগের শিমূল আহমেদ বলেন, ‘ঢাকা কলেজে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে নিউমার্কেটের ব্যবসায়ীরা। পুলিশও রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়েছে। শিক্ষার্থীদের ওপর এমন হামলার প্রতিবাদ জানাই।’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী তকিবুর হোসেন বাপ্পী জানান, ‘সামনে ঈদ। শিক্ষার্থীদের ক্যাম্পাস ছুটি দিলেই তারা বাড়ি যাবে। অথচ এই সময় তাদের ওপর হামলা হলো। আমরা এই হামলার বিচার চাই। দ্রুত বিচার না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।’