নজরুল বিশ্ববিদ্যালয়ের ডিনের বিরুদ্ধে শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক ডিনের বিরুদ্ধে সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ও পরিবহন প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) ড. আরিফুর রহমানকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ড. আহমেদুল বারী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের প্রধান।

গত ২২ মে বাংলা বিভাগের অধ্যাপক শামসুদ্দিন চৌধুরীর কক্ষে এ ঘটনা ঘটে। সোমবার (২৩ মে) রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও রেজিস্ট্রার বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছেন ড. আরিফুর রহমান।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত রবিবার দুপুরে নজরুল জয়ন্তী উদযাপন নিয়ে বাংলা বিভাগের অধ্যাপক শামসুদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলতে তার অফিস কক্ষে যান ড. আরিফুর রহমান। কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় ড. আরিফুরকে গালাগালি করতে থাকেন আহমেদুল বারী। এক পর্যায়ে জানালা দিয়ে গালাগালি করেন এবং বাইরে থেকে দরজা আটক দেন। প্রায় ৪০ মিনিট অবরুদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার ও উপাচার্যের (রুটিন দায়িত্ব) উপস্থিতিতে কক্ষ খুলে দেওয়া হয়।

ড. আরিফুর রহমান বলেন, ‌‘এর আগেও প্রায় একই ধরনের ঘটনায় মুচলেকা দিয়েছেন আহমেদুল বারী। তারপরও একজন শিক্ষক হিসেবে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করায় আমি ক্ষুব্ধ। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।’

এ বিষয়ে ড. আহমেদুল বারী বলেন, ‘শামসুদ্দিন চৌধুরী ও পরিবহন প্রশাসক আরিফুর রহমান অপরাধ করেছেন। তাই আমি তালা লাগিয়ে আটকে রাখি।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘ড. আহমেদুল বারী সবসময় উত্তেজিত ভাব দেখান কেন জানি না। তার বিরুদ্ধে এ ধরনের আরও ১৯টি অভিযোগ আছে।’

প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘আমি ভুক্তভোগী শিক্ষকের ফোন পেয়েই ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি সামলানোর চেষ্টা করি। কিন্তু ড. আহমেদুল বারী উত্তেজিত থাকায় একা কিছু করতে পারিনি। পরে রুটিন উপাচার্য ও রেজিস্ট্রারের উপস্থিতিতে কক্ষের তালা খুলে দেওয়া হয়।’

এ বিষয়ে রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বলেন, ‌‘আমরা আরিফুর রহমানের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি।’