ঢাবির গ-ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রবিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রবিবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় প্রকাশ করা হবে।

শনিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।'

উল্লেখ্য, এরআগে গত ৪ জুন সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতবারের মতো এবারও ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হয়েছে ঢাবির ভর্তি পরীক্ষা। এবার ‘গ’ ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ৩০ হাজার ৭১৯টি। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিল ৩৩.০৪ জন।

যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ২০ হাজার ২০৩ জন, বরিশাল কেন্দ্রে ৪২৯ জন, চট্টগ্রাম কেন্দ্রে ৩ হাজার ৯৫৩ জন, খুলনায় ১ হাজার ৮৪০ জন, ময়মনসিংহ ৮৩৮ জন, রাজশাহীতে ১ হাজার ৮৬১ জন, রংপুরে ১ হাজার ২৭৬ জন ও সিলেটে ৩১৯ জন।