বুয়েটের পর ঢাবির ‘ক’ ইউনিটেও প্রথম হলেন আসীর আনজুম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার এই ইউনিটে পাসের হার ১০ দশমিক ৩৯ শতাংশ। ১ হাজার ৭৮১টি আসনের বিপরীতে পাস করেছে ১১ হাজার ৪৬৬ জন।

১২০ নম্বরের পরীক্ষায় নম্বর ১১৫ পেয়ে প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী আসীর আনজুম খান। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটে) ভর্তি পরীক্ষাতেও প্রথম স্থান অধিকার করেছিলেন। আসীরের সমপরিমাণ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন একই কলেজের শিক্ষার্থী খালিদ হাসান তুহিন।

প্রসঙ্গত, এর আগে গতকাল প্রকাশিত ‘গ’ ইউনিটের ফলাফলেও প্রথম স্থান অধিকার করেছিলেন একই প্রতিষ্ঠানের (নটরডেম) শিক্ষার্থী সরোয়ার হোসেন খান।

‘ক’ ইউনিটে সমপরিমাণ নম্বর পেয়ে তৃতীয় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী জারিফা তাবাসসুম।

আরও পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রথম আসীর আনজুম

রবিবার (৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর ১টায় এই ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন ক-ইউনিটের ভর্তি পরীক্ষা প্রধান সমন্বয়ক ডীন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক জিয়া রহমান, অনলাইন ভর্তি সমন্বয়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে।

ফল ঘোষণা করছেন ঢাবি উপাচার্য

এসময় উপাচার্য জানান, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে।

যেভাবে ফলাফল জানা যাবে

গ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে www.admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

এছাড়া, রবি,এয়ারটেল,বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU KA টাইপ করে ১৬৩২১ নম্বরে প্রেরণ করে ফিরতি SMS-এ শিক্ষার্থী তার ফলাফল জানতে পারবে।

ফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান জানান, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৬ জুলাই থেকে ২১ জুলাই তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

১৭-২৪জুলাই সংশ্লিষ্ট কোটার ফরম ফার্মাসি অনুষদের অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথ পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

এছাড়া, ফলাফল নিরীক্ষণের জন্য ১০০০ ফি প্রদান সাপেক্ষে আগামী ৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত ব্যবসা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।