জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মঙ্গলবার (৫ জুলাই) থেকে ১০ দিনের ছুটি শুরু হয়েছে। ছুটি চলবে ১৪ জুলাই পর্যন্ত। তবে দাফতরিক কার্যক্রম চলবে ৬ জুলাই পর্যন্ত।

গত ২৮ জুন (মঙ্গলবার) ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) শাহনাজ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ জুলাই থেকে জাবির পাঠদান কার্যক্রম বন্ধ হবে। তবে অফিসসমূহ বন্ধ হবে ৭ জুলাই থেকে। ছুটি শেষে ১৫ জুলাই থেকে ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হবে।

ছুটিতে শ্রেণি পাঠদান বন্ধ থাকলেও আগের মতো খোলা থাকবে আবাসিক হলসমূহ। তবে বন্ধ থাকবে ডাইনিং-ক্যান্টিন। বিষয়টি নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফী।  

তিনি বলেন, ‘কিছু সংখ্যক শিক্ষার্থী হয়তো ছুটিতে বাড়ি যাবে না। সেটি বিবেচনায় হল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হল খোলা থাকলেও বন্ধ থাকবে ডাইনিং-ক্যান্টিন।’