কুবি শিক্ষকরা পাচ্ছেন ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকরা প্রথমবারের মতো পাচ্ছেন ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’। শনিবার (৩১ জুলাই) ডেপুটি রেজিস্ট্রার বিপ্লব মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অ্যাওয়ার্ডের জন্য আবেদন প্রক্রিয়া উল্লেখ করে বিজ্ঞাপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে সব শিক্ষকদের হাই ইমপেক্ট ফ্যাক্টর জার্নালে ২০২০ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন মার্স পর্যন্ত প্রকাশনা এসেছে তারা অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহীদের আগামী ৪ আগস্টের মধ্যে প্রকাশনার কপিসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে উক্ত আবেদনপত্র জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।