‘আমরা প্রধানমন্ত্রীর ভ্যান গার্ড হিসেবে সচেষ্ট আছি’

বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে ২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানীসহ সারা দেশের ৬৩টি জেলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি চালানো সিরিজ বোমা হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।

বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে থেকে কালো পতাকা নিয়ে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।

এ সময় সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘২০০৫ সালের এই দিনে বিএনপি-জামায়াত সরকার সারা দেশকে প্রকম্পিত করেছে। তারই প্রতিবাদে আজকের এই মিছিল। পাকিস্তানের প্রেতাত্মারা কখনও চায়নি বাংলাদেশ একটি শান্ত রাষ্ট্রে পরিণত হোক। তারা এই দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়ে গেছে। প্রধানমন্ত্রী সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশকে সন্ত্রাসমুক্ত করতে। আমরাও তার ভ্যান গার্ড হিসেবে সর্বদা সচেষ্ট আছি।’

সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘১৭ আগস্ট বাঙালি জাতির জীবনে একটি কালো দিন হিসেবে পালন করা হয়। ২০০৫ সালের এই দিনে বিএনপি-জামায়াত জোট সরকার যেভাবে মানুষের ওপর নির্যাতন চালিয়েছে তা মেনে নেওয়ার মতো নয়। সাধারণ মানুষগুলো তো নিরীহ। তাদের ওপর এই হামলা অত্যন্ত ন্যক্কারজনক। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর যেভাবে দেশ থেকে জঙ্গি-জামায়াত-শিবির দমন করছেন, এর ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে তার লক্ষ্যে জাবি ছাত্রলীগ কাজ করে যাবে।’

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালায়। এরপর থেকে দিনটিকে সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন।