রাবিতে শিক্ষার্থী নির্যাতন: শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে তদন্ত কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সামসুল ইসলামের শরীরে আঘাতে চিহ্ন পেয়েছে তদন্ত কমিটি। রবিবার (২১ অগাস্ট) তদন্ত কমিটি ওই ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলে। এ সময় সামছুল ইসলামের শরীরে আঘাতে চিহ্ন পায় কমিটি। শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহ্বায়ক আরিফুর রহমান।

এরআগে, শুক্রবার বিকালে মতিহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার বিরুদ্ধে সামসুল ইসলামকে তিনঘণ্টা রুমে আটকে রেখে নির্যাতন ও ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। পরে ঘটনার তদন্তে ওই দিন রাতেই সহকারী প্রক্টর আরিফুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করে কর্তৃপক্ষ। 

রাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে রুমে ডেকে পেটানোর অভিযোগ

কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী প্রক্টর ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক আল মামুন এবং ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জহুরুল আনিস।

তদন্তের বিষয়ে জানতে চাইলে কমিটির আহ্বায়ক আরিফুর রহমান বলেন, রবিবার সকালে আমরা আনুষ্ঠানিক চিঠি দিয়েছি। ইতোমধ্যে কমিটি ভুক্তভোগীর শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে। উভয়পক্ষের বক্তব্য নেওয়া হবে। এছাড়া মতিহার হলের ওই কক্ষের আশপাশের কোনও কক্ষের শিক্ষার্থীদের ও বাদী পক্ষের সাক্ষীদের বক্তব্য নেওয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির এক সদস্য বলেন, ইতোমধ্যে ঘটনার প্রত্যক্ষদর্শী একজন আমাদের সাক্ষী দিয়েছেন। তিনি মারধরের বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তাদের দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কর্তৃপক্ষ চায় সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দিতে।