গুচ্ছের ফলাফল পুনর্নিরীক্ষণে আবেদন ৪ সেপ্টেম্বর পর্যন্ত  

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। ৩০ আগস্ট থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া শেষ হবে ৪ সেপ্টেম্বর।
 
বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছভুক্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার। 

শিক্ষার্থীরা গুচ্ছের অফিশিয়াল ওয়েবসাইট gstadmission.ac.bd থেকে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আবেদন ফি দিতে হবে দুই হাজার টাকা। তবে পুনর্নিরীক্ষণ শেষে কোনও আবেদনকারীর ফলাফল পরিবর্তন হলে আবেদন ফি ফেরত দেওয়া হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।  

অধ্যাপক ড. মো. নাছিম আখতার বলেন, ‘৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। বিস্তারিত আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে।’

উল্লেখ্য, গত ৩০ জুলাই বিজ্ঞান ইউনিট, ১৩ আগস্ট মানবিক ইউনিট এবং ২০ আগস্ট বাণিজ্য ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর। বিজ্ঞান ইউনিটে পাসের হার ৫৫.৬৩ শতাংশ, মানবিক ইউনিটে পাসের হার ৫৬.২৬ শতাংশ এবং বাণিজ্য ইউনিটে পাসের হার ৫৯.৪৫ শতাংশ।