জবির ছাত্রী হলে অগ্নিকাণ্ড

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের একটি রান্নাঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা আতঙ্কে ১৬ তলা হলটির নিচে নেমে আসেন। তবে এতে কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

রবিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা নাগাদ হলের ১৩ তলার একটি রান্নাঘরের চুলায় আগুন লাগে। এরপর হলের এক কর্মচারীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হলের একাধিক শিক্ষার্থী জানান, হলে যে চুলা দেওয়া হয়েছে তা নিম্নমানের। আগেও বেশ কয়েকবার এসব চুলার সুইচে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতরাতেও আগুনের ঘটনার সূত্রপাত চুলার সুইচ থেকে। নিয়ন্ত্রণে না আসলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, ‘আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। এর আগেও দুই-তিনবার এমন ঘটনা ঘটেছে। চুলাগুলোর সুইচ বারবার নষ্ট হওয়ায় এমন হয়।'

নিম্নমানের চুলার বিষয় নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘নতুন চুলার জন্য ফাইল রেডি করা হয়েছে। দ্রুতই এ চুলা পরিবর্তন করে সব জায়গায় নতুন চুলা দেওয় হবে। ততদিন চুলার মেইন সংযোগ বন্ধ রাখা হবে।’